Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে ৩৮ মণ ভেজাল গুড় জব্দ !||rajshahirdorpon24

     

    চারঘাটে ৩৮ মণ ভেজাল গুড় জব্দ

    নিজস্ব প্রতিবেদক চারঘাট:

    চারঘাটে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে কারখানাটি থেকে ৩৮ মণ ভেজাল গুড় জব্দ করা হয়েছে।


    পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার সহকারী পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল থানাধীন জোতরঘু গ্রামে এ অভিযান চালায়। 


    সহকারী পরিদর্শক শাহ আলম জানান, ওই গ্রামে ভেজাল গুড়ের কারখানা গড়ে তুলেছিলেন ঝড়ু নামের এক ব্যক্তি। তিনি চিনি, চুন হাইড্রোজ, ফিটকিরি, ডালডাসহ বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করতেন। গোপন খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ঝড়ুসহ ভেজাল গুড় তৈরির কারিগরেরা পালিয়ে যান। 


    তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ঝড়ুর বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা দায়ের করার কার্যক্রম চলমান আছে।


    চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728