দাদীর অনুপস্থিতে, ঘরের তীরে ঝুললো নাতনি!||rajshahirdorpon24
ফাইল ফটো |
স্টাফ রিপোর্টার, বাঘা:
বাঘায় এক কলেজ ছাত্রীর মৃত্যুর রহস্য উদঘটনে, রোববার (০৩-০৪-২০২২) সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আগের দিন শনিবার (০২-০৪-২০২২) সন্ধ্যার পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর পান। ওইদিন রাত সোয়া ৭টায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় । কলেজ ছাত্রী তাইবা জাহান মিম (১৭) শাহদৌলা সরকারি কলেজে, মানবিক বিভাগের প্রথম বর্ষে লেখা পড়া করতো। তার পিতা আব্দুস সালাম বাঘা পৌরসভার ছাতারি গ্রামের বাসিন্দা।
আক্কাছ আলীসহ স্থানীয়রা জানান, তাইবা জাহান মিম এর মা-বাবা ঢাকায় কোন এক গার্মেন্টসে চাকরি করেন। সে দাদীর কাছ থেকে লেখা পড়া করে। সন্ধ্যার আগে কান্না কাটি শুনে তারা বাড়ির ভেতরে যান। সেখানে গিয়ে, গলায় ওড়না প্যাচানো অবস্থায় শয়ন কক্ষের তীরের সাথে ঝুলতে দেখেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে এদিন রাত আনুমানিক সাড়ে ৩ টায় বাড়িতে ফিরেছেন মা-বাবা। এ সময় তারা শোক সইতে না পেলে জ্ঞান হারিয়ে ফেলেন।
দাদী জাহানারা বেওয়া জানান, শনিবার (০২-০৪-২০২২) বিকেল সাড়ে ৫ টায়, নাতনি তাইবা জাহান মিমকে বাড়িতে রেখে প্রথম রমজানের সেহরি রান্নার জন্য মনিগ্রাম বাজারে যান। সেখান থেকে প্রায় আধা ঘন্টা পর বাড়িতে ফিরে দেখেন, নিজের ওড়না গলায় প্যাচিয়ে শয়ন ঘরের তীরের সাথে ঝুলছে। আমার কান্নার চিৎকারে প্রতিবেশিরা তাকে নীচে নামায়ে স্থানীয় হাসপাতালে নেন।
জরুরি বিভাগের চিকিৎসক নীহার চন্দ্র মন্ডল জানান,সন্ধ্যা রাত ৬টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। কিন্ত সেখানে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। তবে গলার দু’পার্শ্বে দাগ ছিল বলে জানান তিনি।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান,মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ইউডি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-১৪ তাং-০২-৪-২০২২ ইং)। রোববার মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
No comments