পুঠিয়ায় ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক !
পুঠিয়ায় ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক ! |
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৪১০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব সদস্যরা।
আটকরা হলেন, বাঘা উপজেলার আড়ানী রুস্তমপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৩), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সজিব আহমেদ (২৩) ও চারঘাট উপজেলার ওমরগাড়ি গ্রামের মৃত আরিজ উল্লাহের ছেলে মন্টু সরদার (৩০)।
শনিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্প সদস্যরা। কোম্পানী উপ-অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
র্যার’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে।
এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
No comments