Header Ads

  • সর্বশেষ খবর

    তানোরে পাকা রাস্তা নষ্ট করে অবৈধ মাটি বাণিজ্য!||rajshahirdorpon24

     

    তানোরে পাকা রাস্তা নষ্ট করে অবৈধ মাটি বাণিজ্য

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কামারগাঁ-কেশরহাট, বাঁধাইড় ইউপির জুমারপাড়া-আমনুরা, মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা উত্তরপাড়া ও চৌবাড়িয়া-দেলুয়াবাড়ীসহ বিভিন্ন এলাকায়  পাকা রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। 

    স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে অবৈধ পুকুর খননের মাটি ও ফসলি জমির উর্বরা মাটি কেটে ইট ভাটায় (টপসয়েল) ট্রাক্টরে বহনের সময় পাকা রাস্তার উপর কাঁদা  মাটি পড়েছে। এতে পাকা রাস্তায় জমে থাকা মাটিতে বৃষ্টির পানি পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তায় মোটরসাইকেল, সিএনজি, অটোরিক্সা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল প্রায় অনুপযোগি হয়ে পড়েছে। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ জুন বুধবার বিকেলে চৌবাড়িয়া-ভারশোঁ রাস্তায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ২৫টি মোটরসাইকেল ও অটোরিক্সা দুর্ঘটনায় পড়ে। কখানো কখানো কাদাময় রাস্তায় ব্রেক করলে যানবাহন উল্টে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে। অথচ স্থানীয় প্রশাসনের নজরে পড়লেও রহস্যজনক কারণে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। প্রতিনিয়ত অবৈধ পুকুর খনন ও কৃষি জমির টপসয়েল কেটে এসব রাস্তায় ট্রাক্টরে করে মাটি বহন করে রাস্তা নষ্ট করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করলেও কোনো প্রতিকার পাচ্ছে না। নিরব ভূমিকা পালন করছে প্রশাসনসহ জনপ্রতিনিধিরা। 

    এদিন সরেজমিন দেখা গেছে, চৌবাড়িয়া-ভারশোঁ রাস্তায় পড়ে থাকা কাঁদামাটি কোপাল দিয়ে চেঁছে উঠানো হচ্ছে, এতে অধিকাংশ সময় কোদালের আঘাতে মাটির সঙ্গে পিচসহ পাথর উঠে গিয়ে রাস্তা ক্ষতের সৃষ্টি হচ্ছে।  স্থানীয় বাসিন্দা রিয়াজ উদ্দিন, বাবলু ও মিলন জানান, এখানে হিরো ও বিশ্বাস দুটি অবৈধ ইটভাটার কারণে এমনিতেই কৃষি বিপর্যয়ের মুখে। তারপর আবার ফসলি জমির টপসয়েল কেটে কৃষি জমির পাশাপাশি পাকা রাস্তা নষ্ট করা হচ্ছে। 

    তারা বলেন, ইউএনও এবং ওসি সাহেবকে বলার পরেও এসব অবৈধ কর্মকান্ড বন্ধ করা হচ্ছে না। এসময় কথা ভেঁকু ঠিকাদার মিলনের সঙ্গে তিনি বলেন, রাস্তা নস্ট হলে প্রশাসন দেখবেন, যেখানে প্রশাসন কিছু বলছে না, সেখানে কেনো সাংবাদিক আসবে, রাস্তা নস্ট হলে সরকার ঠিক করে দিবেন।

    1 comment:

    1. You can also discover extra details about the functionality, compatibility and interoperability of Slotomania in the above description and extra app retailer data. HOF doesn't require payment to obtain and play, nevertheless it also allows you to buy digital 우리카지노 gadgets with real cash inside the game. You could require an web connection to play HOF and access its social options.

      ReplyDelete

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728