রাজশাহীতে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল, পুলিশের বাঁধা ||rajshahirdorpon24
রাজশাহীতে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল, পুলিশের বাঁধা |
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে যুবদল নেতা শহীদ শাওনের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীর কাটাখালী বাজার ও পৌরসভায় পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে রাজশাহীর কাটাখালীতে প্রতিবাদ সমাবেশ ডাকে রাজশাহী জেলা বিএনপি। কিন্তু পুলিশ হঠাৎ করে প্রতিবাদ সমাবেশের কয়েক ঘন্টা আগে ১৪৪ ধারা জারী করে কর্মসূচী করতে বাধা দেয় বলে অভিযোগ নেতাকর্মীদের।
এ সময়ে মিছিলের পূর্বে শাওনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে আরো নেতৃবৃন্দ উপস্থিত হলে মিছিল বের করার চেষ্টা করে। এসময়ে পুলিশ বাধা প্রদান করে। কিন্তু নেতৃবৃন্দ সকল বাধাকে উপেক্ষা করে কাটাখালি বাজার ও কাপাশিয়া বাজারে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল ও দোয়ার মাহফিলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এড. তোফাজ্জল হোসেন তপু, জাহান পান্না, অধ্যাপক আব্দুস সামাদ,সিরাজুল ইসলাম,মোঃ গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, আলী হোসেন, কামরুজ্জামান হেনা, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু, কাটাখালি পৌর বিএনপির সচিব নাজমুল হক ও বিএনপি নেতা জালাল উদ্দীন।
জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আল-আমিন সরকার টিটো, জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক যুগ্মসম্পাদক মো পিয়াস, শামীম সরকার ও আল আমিন, এছাড়াও জেলার বিভিন্ন থানা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ও পুলিশ এখন একই সূত্রে গাঁথা। তারা বিনা ভোটের এই ফাসিষ্ট সরকারকে টিকিয়ে রাখতে মড়িয়া উঠেছে। বিনা কারনে পুলিশ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হত্যা করছে। আহত করছে। সেইসাথে আটক করে নির্যাতন করছে। শুধু তাই নয় রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হয়রানী করছে। কিন্তু এভাবে আর বেশিদিন চলতে দেয়া হবেনা। জনগণ জেগে উঠেছে। যে কোন সময়ে জনগণ এই অবৈধ সরকারের গদি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেশ থেকে বিতারিত করবে বলে উল্লেখ করেন তিনি। সরকার পতনের আন্দোলনে ঐক্য বদ্ধ হয়ে সবাইকে মাঠে থাকার আহবান জানিয়ে কর্মসূচী সমাপ্ত করেন তিনি।
No comments