Header Ads

  • সর্বশেষ খবর

    বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে বাঘায় দোয়া মাহফিল অনুষ্ঠিত||rajshahirdorpon24

     


    স্টাফ রিপোর্টার বাঘা,

    রাজশাহীর বাঘায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,বাঘা উপজেলা শাখার আয়োজনে, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


    সভায় বক্তারা বলেন,১৫ আগষ্ট নৃশংস হত্যাকান্ডটি ছিল জাতির জন্য কলংক  অধ্যায়। সেটি স্বাভাবিক মৃত্যু ছিল না,ষড়যন্ত্র মূলক হত্যাকান্ড। যার ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনতা মুক্তিযদ্ধে ঝাপিয়ে পড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা এনেছিল,তিনিই হলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু বঙ্গবন্ধুসহ তার স্বপরিবারকেই হত্যা করা হয়নি, নৃশংস হত্যাকান্ডের স্বীকার হয়েছেন দেহরক্ষী থেকে শুরু করে অনেকেই। বিনা বিচারে শহীদরা জান্নাতবাসি হোক,সেই দোয়া প্রার্থনা করেন আয়োজকরা।


    বুধবার (৩১ আগস্ট) বাদ  আসর,  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্ত্রীয় কমিটির সভাপতি ও বাঘা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলামের সভাপতিত্বে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি  গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শ্রী সুনীত কুমার দেবনাথ,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, প্রধান শিক্ষক মোক্তার হোসেন , সহকারি শিক্ষিকা মর্জিনা খাতুন প্রমুখ।  উপস্থিত ছিলেন,শিক্ষক সমতির কার্যকরি কমিটির সদস্য বৃন্দ।


    এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,সহকারী কমিশনার (ভুমি) জুয়েল আহাম্মেদ, বীর প্রতীক আজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা  আজিজুল আলম, জোনাব আলী, রয়েজ উদ্দিন, এমদাদুল হক, ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলে প্রকৌশলী রতন কুমার ফৌজদার, শিক্ষক শাজাহান আলীসহ বীর মুক্তিযোদ্ধাগন। 


    অপরদিকে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভাদুর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল ওয়াদুদ,উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি প্রভাষক আমিরুল ইসলাম,  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি পাপিয়া আক্তার পাপড়ি, আ’লীগ নেতা জহুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, প্রমুখ। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728