Header Ads

  • সর্বশেষ খবর

    বড়াল নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, ফায়ার সার্ভিস এসে উদ্ধার! rajshahirdorpon24

    বড়াল নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, ফায়ার সার্ভিস এসে উদ্ধার 


    আব্দুল মতিন, চারঘাট:

    রাজশাহীর চারঘাটের কালুহাটি এলাকায় বড়াল নদীতে গোসল করতে নেমে তপু ইসলাম (২০) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 


    তপু ইসলাম রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামের সিটু ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শামীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 


    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তপু ইসলাম (২০) ও ফিরোজ আলী (১১) নামে দুই শিক্ষার্থী বড়াল নদীতে গোসল করতে নামে। তারা দুজন নদীর এপাশ থেকে ওপাশে সাঁতার কাটছিল। ফিরোজ নদীর পাড়ে পৌঁছালেও তপু মাঝখানে ডুবে যায়। এ সময় ফিরোজের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। তারা নদীতে নেমে তপুকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তপুকে খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার সম্পন্ন করেন।



    স্থানীয় ইউপি সদস্য শামীম আলী জানান, তপু খুবই মেধাবী একজন শিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করে সদ্য রাজশাহী কলেজে ভর্তি হয়েছে। তারা দুজন একসঙ্গে বড়াল নদীতে গোসল করতে নামলেও তপুর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার সম্পন্ন করেন


    চারঘাট ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘আমাদের অভিযানে অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি । 


    চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, এক শিক্ষার্থী নিখোঁজের খবর শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসও উদ্ধার অভিযান সম্পূর্ণ করছেন বলে নিশ্চিত করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728