এসে গেলো শীত, কুয়াশায় মোড়ানো রাজশাহী! rajshahirdorpon24
এসে গেলো শীত, কুয়াশায় মোড়ানো রাজশাহী। |
স্টাফ রিপোর্টার, রাজশাহী: উত্তর জনপদে শীত নামতে শুরু করেছে। সোমবার (২৭ অক্টোবর) রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ি গত এক সপ্তাহে রাজশাহীতে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে।
রাজশাহীতে দিনে বেশ গরম থাকলেও রাতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ভোর থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে। ইতোমধ্যে রাতে অনেকেই চাদর ব্যবহার করতে শুরু করেছে। সোমবার সকাল আটটা পর্যন্ত রাজশাহীতে ঘন কুয়াশা পড়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানান, তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের আগে এমনটা হয়। সপ্তাহের ব্যবধানে রাজশাহীর তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে। শীতের আমেজ শুরু হলে পুরোদমে শীত নামতে আরো অনেক দেরি হবে বলেও তিনি জানান।
No comments