বাঘায় আম বাগান কেটে পুকুর খনন! rajshahirdorpon24
বাঘায় আম বাগান কেটে পুকুর খনন! |
বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় আমবাগান ও ফসলি জমিতে চলছে পুকুর খনন। গত কয়েক দিন থেকে বাজুবাঘা বিলে ভেকু দিয়ে পুকুর খনন করা হচ্ছে। পুকুর খনন বন্ধের দাবিতে বাজুবাঘা নতুনপাড়া গ্রামের রেজাউল করিম রেজা বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
জানা গেছে, চক নারায়নপুর গ্রামের দুই ভাই স্বপন কুমার সরকার ও বিশ^জিত কুমার সরকার মিলে তাদের ৬ বিঘা জমির আমবাগান কেটে পুকুর খনন করছেন। কৃষি জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে ভূমি আইন অপেক্ষা করে খনন করা হচ্ছে পুকুর। ফলে কমে যাচ্ছে ফসলি জমির পরিমাণ।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী বলেন, উপজেলার বিভিন্ন প্রান্তে চলছে পুকুর খনন। এই পুকুর খননের মাটি যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই মাটি পাকা রস্তায় পড়ে শুকিয়ে ধুলাতে পরিণত হচ্ছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত দেওয়া হয়েছে।
বাজুবাঘা নতুনপাড়া গ্রামের রেজাউল করিম রেজা বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পুকুর খনন বন্ধের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, খবর পেলেই পুকুর খননের বিষয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।##
No comments