Header Ads

  • সর্বশেষ খবর

    নাটোরে সড়ক দুর্ঘটনায় নৌ সেনা নিহত!||rajshahirdorpon24

     

    নাটোরে সড়ক দুর্ঘটনায় নৌ সেনা নিহত

    নাটোর প্রতিনিধি, নাটোর : 

    নাটোরে ট্রাকের ধাক্কায় এম রুবেল ইসলাম নামে মোটর সাইকেল আরোহী এক নৌ সেনা নিহত হয়েছেন।বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে নাটোর-ঢাকা-পাবনা মহাসড়কের গাজিরবিল এই দুর্ঘটনাটি ঘটে। নিহত এম রুবেল ইসলাম মোটর সাইকেল চালিয়ে বনপাড়া থেকে নাটোরের দিকে আসছিলেন।

    নিহত রুবেল ইসলাম রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের  নাজিমুদ্দিনের ছেলে ও বাংলাদেশ নৌ বাহিনীর খুলনা নৌ ঘাটিতে মিউজিশিয়ান পদে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি।


    ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৌসেনা এম রুবেল মোটর সাইকেল চালিয়ে নাটোর থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন।


    পথে গাজিরবিল এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপোরোয়ার গতির একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট ০২-০৬৫২) মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে সড়কের ধারে গাছের সাথে ধাক্কা খায়।


    এতে মোটরসাইকেল চালক মহাসড়কের ওপর ছিকটে পড়ে এবং মোটর সাইকেলটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী নৌসেনা এম রুবেল হোসেন মারা যান।


    নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেলও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত ব্যক্তি এম রুবেল ইসলাম একজন নৌ সদস্য।


    তার কাছে থেকে পাওয়া আইডি কার্ড সূত্রে নিহত রুবেল নৌবাহিনীর একজন সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে নাটোর মর্গে রাখা হয়েছে।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728