চারঘাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত||rajshahirdorpon24
চারঘাট উপজেলা |
আব্দুল মতিন, (চারঘাট) রাজশাহী :
চারঘাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার কাকরামারি বাজার মন্টু মাস্টার মোড়ে ট্রাক চাপায় এক মটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটে। নিহতের বাড়ি কাঁকরামারি চাঁদপুর গ্রামের মমিন হোসেনের ছেলে বিশাল (১৫)।
স্থানীয় লোকজন ও থানা সূত্রে জানা যায়, বাঘা-রাজশাহীগামী একটি ট্রাক যাওয়ার পথে কাকরামারি বাজার মন্টু মাস্টার মোড়ে চারঘাট থেকে বাড়ি ফেরার সময় ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী বিশাল মারা যান।স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে থানা নিয়ে আসে। ট্রাক নং-ঢাকা-মেট্রো ট ২২-৬৯৬৫।
এই বিষয়ে চারঘাট মডেল থানা অফিসার ইনর্চাজ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী বিশাল মারা যান। তবে ট্রাক চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
No comments