Tuesday, April 22.

Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীতে চেক জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেফতার ||rajshahirdorpon24

     

    রাজশাহীতে চেক জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেফতার 

    নিজস্ব প্রতিবেদক :

    রাজশাহীতে চেক জালিয়াতি চক্রের মুল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটি দল পুঠিয়া শিবপুর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতর নাম আব্দুস ছালাম মন্ডল। তিনি দুর্গাপুর উপজেলার ফকিরপাড়ার নন্দনগাছীগ্রামের এরফান আলীর ছেলে।


    র‌্যাব জানায়, চেক জালিয়াতির মামলায় ১বছর করে ২ টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভক্ত পলাতক আব্দুস ছালাম মন্ডল শিবপুরে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পুঠিয়ার শিবপুরের জাগির পাড়ায় অভিযান চালায়। অভিযানে গ্রেফতার হয় আব্দুস ছালাম মন্ডল।


    র‌্যাব আরো জানায়,  সেশন-১১১৮/১৮, তারিখ- ৭/১২/২০২১ খ্রিঃ, প্রসেস নং-২২/২১ এবং সেশন-১০৩৭/১৮, তারিখ-০৭/১২/২০২১ ও চারঘাট থানার রিসিভ নং-৪২/২৩, ৪৩/২৩  মুলে আব্দুস ছালাম মন্ডলের বিরুদ্ধে মামলা হলে তিনি পলাতক হন। এরই মধ্যে তার বিরুদ্ধে মামলায় গ্রেফতারী পরোয়ানাজারী হয়।


    গ্রেফতারের পর তাকে বাঘা থানায় হস্তানান্তর করা হয়ে। পরে চারঘাট থানা পুলিশ তাকে বিকেলে জেল হাজতে পাঠায়।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728