চারঘাট উপজেলায় নতুন পোশাক পেল ৫'শত হতদরিদ্র||rajshahirdorpon24
![]() |
চারঘাট উপজেলায় নতুন পোশাক পেল ৫'শত হতদরিদ্র |
আব্দুল মতিন চারঘাট:
চারঘাট ৬নং ভায়ালক্ষীপুর ইউপি ৯টি ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে বিশিষ্ট সমাজ সেবক রাজু আহমেদ (বাচ্চুর) পক্ষ থেকে শিতের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার হতদরিদ্র ভ্যান চালক, নসিমন চালক, দিনমজুরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময়, ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিদ প্রাং এর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজ সেবক রাজু আহমেদ (বাচ্চুর) বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। রাজু আহমেদ (বাচ্চুর) বাবার জন্য দোয়া চেয়ে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি আরো বলেন, আমরা আছি এবং আগামী দিন গুলোতেও অসহায় মানুষের পাশে থাকবো বলে জানান তিনি।
No comments