চারঘাটে বাড়ি বাড়ি গিয়ে নৌকার ভোট প্রার্থনা করছেন রাজু আহমেদ (বাচ্চু)
![]() |
চারঘাটে বাড়ি বাড়ি গিয়ে নৌকার ভোট প্রার্থনা করছেন রাজু আহমেদ (বাচ্চু) |
আব্দুল মতিন চারঘাট:
চারঘাট ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করছেন বিশিষ্ট সমাজ সেবক রাজু আহমেদ (বাচ্চু)। দিনে গণসংযোগ আর রাতে সাধারণ ভোটারদের নিয়ে বৈঠক করছেন তিনি।
আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করার লক্ষ্যে ভায়ালক্ষীপুর ইউনিয়নের ব্যাপক সাড়া পড়েছে সাধারণ মানুষের মধ্যে ইতি মধ্যেই এখানে প্রচার-প্রচারণা তুঙ্গে। আওয়ামীলীগ মনোনীত(নৌকা)প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম (এমপি) মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রায়হানুল হক রায়হানের সঙ্গে।
বৃহস্পতিবার দিনভর চারঘাটের বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের ভোট প্রার্থনা করছেন বিশিষ্ট সমাজ সেবক রাজু আহমেদ (বাচ্চু)।
৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন মোট ৯টি ওয়ার্ডের সাধারণ ভোটাররা বলছেন, নৌকা মার্কার লোকজন খুব সকালে ও রাতে এসে আমাদের বাড়ি বাড়ি এসে ভোট চাচ্ছে। অন্য প্রার্থীরা এভাবে এসে কখন ভোট চাইনি। এবার আর আমরা ভুল করবো না, উন্নয়নের স্বার্থে এক যোগে নৌকা মার্কায় ভোট দিবো।
৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিদ প্রাং বলেন, আমরা আওয়ামীলীগের সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাচ্ছি। আমি শতভাগ আশাবাদী চারঘাট - বাঘার উন্নয়ন অব্যহত রাখতে সকল ভোটাররা তাদের পবিত্র একটি ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করবে।
No comments