"অহে মানুষ" শামীমা আক্তার
কবি শামীমা আক্তার |
রঙিন মানুষ ওড়াও ফানুস
কভুও করেছো খোঁজ?
দারিদ্র ঘরে ভোজনের তরে
কিছু আছে তার ভোজ?
লালসায় চড়ি ডুবিয়েছ তরী
ভূলি ঈশ্বর খেলা,
ভরিয়েছ ভুঁড়ি উড়িয়েছ ঘুড়ি
মেলেছো বিলাসী মেলা!
করোনি স্বরণ আসিবে মরণ
হয়ে স্বার্থের- দাস,
পাওনি যে হুঁশ ভজোনি মানুষ
জগৎ করেছো নাশ!
ভূলিবার তরে যেও নাগো মরে
কল্যাণে তুমি এসো,
সকলের সুখে নিখিলের মুখে
মরিয়াও তুমি হেসো।
মসজিদে যাও মন্দিরে যাও
তবে ঈশ্বর খুঁজো?
একাগ্র মনে ভক্তির সনে
মানুষ-ই তুমি পুজো।
No comments