Header Ads

  • সর্বশেষ খবর

    বন্যার্তদের একদিনের বেতন দিলেন চারঘাটের মেডিনোভা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ

     

    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা


    চারঘাট প্রতিনিধিঃ

    স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সর্বস্তরের জনগণের সাথে রাজশাহীর চারঘাট উপজেলার দি মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড স্পেশালাইজড হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীরাও বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। 


    এ লক্ষ্যে দি মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড স্পেশালাইজড হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বন্যার্তদের পাশে থাকতে আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমান অর্থ চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দেশের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছেন। 


    মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে মেডিনোভা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শিমুল সরকার রনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের হাতে সেই অর্থ তুলে দিয়েছেন। এ সময় চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ উপস্থিত ছিলেন। 


    দি মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড স্পেশালাইজড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শিমুল সরকার বলেন, যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীগণ আপামর জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধান উপদেষ্টার তহবিলে সামন্য কিছু অনুদান প্রদান করতে পেরে আমরা গর্বিত।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728