প্রকাশিত সংবাদের প্রতিবাদ ! rajshahirdorpon24
ফাইল ফটো |
নিজস্ব প্রতিবেদক:
গত ২৫সেপ্টেম্বর দৈনিক উত্তরা প্রতিদিনসহ একাধিক পত্রিকায় ‘পুঠিয়ায় কিস্তি দিতে না পারায় নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এনজিও পুঠিয়া রাজশাহী শাখার ম্যানেজার আশরাফুল ইসলাম প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তাদের জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
আমি একটি এনজিওর চাকুরী করি। কোনোভাবেই ব্যক্তিগতভাবে রাজনীতির সঙ্গে জড়িত নই এবং রাজনীতিতে জড়িত হওয়ার সুযোগও ছিল না। কাজেই আমাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ সত্য নয়।
প্রকৃত ঘটনা হলো, পুঠিয়ার পালোপাড়া গ্রামের প্রবাশী রহিদুল ইসলামের স্ত্রী আমাদের প্রতিষ্ঠান থেকে ১,৫০,০০০/= টাকা ঋণ গ্রহন করে কিন্তু কিস্তি প্রদান করে না যার প্রেক্ষিতে ২৩ আগষ্ট আমার মাঠকর্মী নাহিদা খাতুন কিস্তি নিতে গেলে তাকে মারধর করে তার সাথে থাকা ১,৫০,০০০/= টাকাসহ তার পরিহিত গলার কানের দুল ও ১ টি আংটি কেড়ে নেয়। পরবর্তীতে স্থানীয়রা আমার মাঠকর্মীকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পুঠিয়া থানায় অভিযোগ দায়ের করে। যার ফলে আমাদের এনজিওর টাকা না দেওয়ার তাল বাহানাতে আমার নামে আমি তাকে কুপ্রস্তাব দিয়েছি এসব গুজব ছড়ায়।
প্রকৃতপক্ষে আমি আমার নারী মাঠকর্মীকে কিস্তি আদায় করতে পাঠিয়েছিলাম।আমাকে হেয় প্রতিপন্ন করার কৌশল হিসেবে সাংবাদিকদের কাল্পনিক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন। কাজেই আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানীমূলক এবং সম্মানহানিকর।
এসব সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষন্ন করা হয়েছে। আমরা এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
No comments