Header Ads

  • সর্বশেষ খবর

    থানায় অভিযোগ করায় নারীর কান্ড! পুঠিয়ায় সেই নারীকে কুপ্রস্তাব দেননি এনজিও ম্যানেজার

     

    ফাইল ফটো 

    নিজস্ব প্রতিবেদকঃ

    গত ২২ সেপ্টেম্বর রাজশাহীর পুঠিয়ায় পালোপাড়া গ্রামে কিস্তির টাকা সংগ্রহ করতে গেলে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর নারী এনজিও কর্মী নাহিদা আক্তার এর সাথে ঋণখেলাপী সদস্যে কহিনুর বেগমের পরিবারের লোকজনের বাকবিতন্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় ওই এনজিও ম্যানেজার আশরাফুল ইসলাম ঘটনাস্থলে যায়। পরবর্তীতে ঘটনার ওই দিনই নারী এনজিও কর্মী পুঠিয়া থানায় মারধর ও দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করে।


    থানায় অভিযোগ এর কারনে রাগান্বিত হয়ে ওই এনজিওর ম্যানেজার এর বিরুদ্ধে কুপ্রস্তাবসহ বিভ্রান্তিকর ভিডিও বক্তব্য সাংবাদিকদের কাছে প্রদান করে। ঘটনাটি ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে ব্যাপক বিরোধের সৃষ্টি হয়। বিারোধটি সমাধানে স্থানীয় ব্যক্তিবর্গরা ও এনজিওর উদ্ধোতন কর্মকর্তারা গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ওই এনজিও অফিসে আপোষ-মিমাংসা করেন।


    আপোষ-মিমাংসায় কহিনুর বেগম  বলেন, আমার স্বামী মালেশিয়া প্রবাসী। একটি সমস্যার কারনে আমার আমার স্বামী মালয়েশিয়া জেলে আছে এজন্য কিস্তি দিতে পারিনি। সামান্য ধস্তাধস্তির ঘটনায় আমাদের বিরুদ্ধে ম্যানেজার ও মাঠকর্মী থানায় ছিনতাইয়ের অভিযোগ দিয়েছে এজন্য আমি রাগান্বিত হয়ে কুপ্রস্তাবসহ বিভ্রান্তিকর কিছু বক্তব্য দিয়েছি। ভবিষৎ এ এমন কর্মকান্ড ঘটাবেননা এবং এনজিওর নিয়ম অনুযায়ী পরবর্তী কিস্তি প্রদানের চেষ্টা করবেন বলেও জানান এই নারী।


    আপোষ-মিমাংসায় এনজিওর পক্ষ  থেকে থানায় অভিযোগ প্রত্যাহার করে নিবেন বলে বিবৃতি দিয়েছেন অভিযোগকারী নারী এনজিও কর্মী নাহিদা আক্তার। পরবর্তীতে দুপক্ষই লিখিত আপোষ-মিমাংসায় স্বাক্ষর প্রদান করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728