বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালী |
বাঘা(রাজশাহী)প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই শ্লোগানে রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে র্যালী বের করে উপজেলা প্রশাসন। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী পরবর্তী সময়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইউএনও শাম্মী আক্তার। তিনি বলেন, উন্নতশীল বাংলাদেশ গঠনে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে তারুণ্যের উৎসব ২০২৫ এর আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
No comments