চারঘাটে প্রাশাসন মাদক ব্যবসায়ীর বাড়ি তল্লাশী করায় প্রতিবেশিদের পিটিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ
প্রতিবেশিদের ব্যাপক পিটিয়ে জখম ও ঘর-বাড়ি ভাঙচুর |
নিজস্ব প্রতিবেদকঃ
আইন- প্রশাসনের লোকজন এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ঘর-বাড়ি তল্লাশী করাকে কেন্দ্র করে প্রতিবেশিদের ব্যাপক পিটিয়ে জখম ও ঘর-বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় ভুক্তভোগী নারী রাজিয়া বেগম বাদী হয়ে ১০জনকে আসামী করে রাজশাহী জেলার বিজ্ঞ চারঘাট থানার আমলী আদালতে মামলার আবেদন করেছেন।
অভিযুক্তরা হলেন একই গ্রামের আঃ রাজ্জাকের ছেলে রাশেল ও আদালত, মৃত সাদেক আলীর ছেলে শামিম ও তার ছেলে শিহাব, মৃত ফয়েনের ছেলে জাহাঙ্গীর ও মাডজাদ, নিজামের ছেলে ইমন, রাজ্জাকের স্ত্রী রিনা বেগম, মৃত আমজাদের ছেলে আবুল হোসেন ও তার ছেলে রাজবুল।
মামলার আবেদন সুত্রে জানা যায়, অভিযুক্ত রিনা বেগম একজন মহিলা মাদক ব্যবসায়ী। ঘটনার দিন আইন- প্রশাসনের লোকজন এই মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি করে।
এই তল্লাশিকে কেন্দ্র করেই ভুক্তভোগির বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে "প্রশাসনকে খবর দিয়ে আমাদের হয়রানি করেছিস"। ভুক্তভোগীরা প্রতিবাদ করলেই তাদের হাসুয়া, রামদা, হাতুরি, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে দলবদ্ধ হয়ে প্রতিবেশিদের মারধর শুরু করে। মারধরে গুরুতর আহত সাইদুল ইসলাম ও তার ছেলে সোহেল রানা , ও তার স্ত্রী মামলার বাদী রাজিয়া বেগম। আরও আহতরা হলেন, ইসরাফিলের ছেলে শরিফুল, মৃত বোরহানের ছেলে মিজানুর, ইনছার মন্ডলের ছেলে মোঃ আজু।
মারধরের স্বীকার ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মারধরের বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ১ নং আসামী রাশেল।
মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীর এ্যাডভোকেট আব্দুস সবুর বলেন, মামলার আবেদন করা হয়েছে বিজ্ঞ আদালত আমলে নিলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।#
No comments