চারঘাটে শহিদ বুদ্ধিজীবী দিবসে জামায়াতের দোয়া ও আলোচনা সভা
চারঘাটে শহিদ বুদ্ধিজীবী দিবসে জামায়াতের দোয়া ও আলোচনা সভা |
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে চারঘাট উপজেলা জামায়াতের নিজস্ব অফিসে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আয়োজনে উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃনাজমুল হক।
চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানা, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, চারঘাট পৌরসভা জামায়াতের আমীর নকিব উদ্দিন, চারঘাট ইউনিয়ন জামায়াতের আমীর গাজীউর রহমান, সরদহ ইউনিয়ন জামায়াতের সভাপতি রায়হানুল হক, উপজেলা শিবিরের সেক্রেটারি নাহিদ হাসান শুভসহ সকল সহযোগী সংগঠন এবং ছাএশিবির নেতৃবৃন্দ।
এসময় অতিথিবৃন্দ জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের যথাযথ সম্মান প্রদান এবং উক্ত দিবসের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহবান জানান।#
No comments