চারঘাটে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন: সভাপতি ইসরাইল, সম্পাদক সুজন
সভাপতি ইসরাইল, সম্পাদক সুজন |
আব্দুল মতিন,চারঘাট প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহীর চারঘাট উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আয়োজিত "রাজশাহী জেলা সম্মেলন-২০২৪"-এ এই কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক ইসরাইল হোসেন সরকার (দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার চারঘাট প্রতিনিধি)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সাংবাদিক শাহিনুর রহমান সুজন (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার চারঘাট প্রতিনিধি)।
নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা:সভাপতি: ইসরাইল হোসেন সরকার সাধারণ সম্পাদক: শাহিনুর রহমান সুজন সহ-সভাপতি: জিল্লুর রহমান যুগ্ম সম্পাদক: সাজ্জাদ হোসেন সাংগঠনিক সম্পাদক: পিন্টু আলী কোষাধ্যক্ষ: আব্দুল মতিন দপ্তর সম্পাদক: ইসতিয়াক আহম্মেদ প্রচার সম্পাদক: শিমুল রানা।
কার্যনির্বাহী সদস্য: সাইফুল ইসলাম রায়হান, সজীব ইসলাম, মো. কামরুজ্জামান, সনি আজাদ ও রিগেন সরকার।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুর রশীদ শাইন এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকতার মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় নতুন কমিটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত সভাপতি ইসরাইল হোসেন সরকার তার বক্তব্যে বলেন, “সাংবাদিকতার মর্যাদা রক্ষা ও সত্য-ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করাই আমাদের লক্ষ্য। চারঘাটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সুজন বলেন, “এই কমিটির মাধ্যমে আমরা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।”
নতুন কমিটির সদস্যরা চারঘাটে সাংবাদিকতার মানোন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং স্থানীয় সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কমিটির কার্যক্রম চারঘাটে সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
No comments