Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে পুলিশ একাডেমির ১৬৭তম প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

     

    চারঘাটে পুলিশ একাডেমির ১৬৭তম প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

    আব্দুল মতিন, চারঘাট(রাজশাহী): অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৭তম ব্যাচের প্রশিক্ষণার্থী কনস্টেবলদের বহুল প্রতীক্ষিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। তিনবার তারিখ পরিবর্তনের পর গত রোববার ভোরে আড়ম্বরপূর্ণ এ আয়োজন সম্পন্ন হয়।


    অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভূঞা বিপিএম কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


    প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, "আপনাদের মেধা, দক্ষতা ও সততার সঙ্গে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে। মনে রাখবেন, আপনারা জনগণের সেবক। জনবান্ধব পুলিশে পরিণত হয়ে জনগণের আস্থা অর্জনই হবে আপনাদের প্রধান লক্ষ্য।"


    তিনি আরও বলেন, প্রশিক্ষণ শুধু পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যম নয়, এটি ন্যায়নিষ্ঠা ও মানবসেবার এক অনন্য শিক্ষা। প্রতিটি পুলিশ সদস্যকে নিজের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে।


    অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। সাজ্জাদুল ইসলাম,প্রশিক্ষণের সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন।সুমন আলী বেস্ট একাডেমিক পারফরম্যান্স। পৌরব চন্দ্র রায়,বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ এবং বেস্ট শ্যুটার।


    প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।


    ছয় মাসব্যাপী এই মৌলিক প্রশিক্ষণ কোর্সটি দুই থেকে তিন মাস আগেই সম্পন্ন হয়েছিল। তবে প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ নানা কারণে কয়েকবার পিছিয়ে যায়, যা তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল।


    অবশেষে রোববার সকালে সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক এ কুচকাওয়াজ সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণার্থীদের মুখে ছিল উচ্ছ্বাসের ঝিলিক এবং সাফল্যের গর্ব।


    প্রতিটি নবীন পুলিশ সদস্যের জন্য সমাপনী কুচকাওয়াজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তাদের পেশাদার জীবনের প্রথম মাইলফলক। এ আয়োজনের মধ্য দিয়ে তাদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, এবং মানবসেবার প্রতি প্রতিশ্রুতি দৃঢ়তর হয়।


    দেশের নিরাপত্তা এবং জনগণের সেবায় নিয়োজিত হওয়ার অঙ্গীকার নিয়ে তারা নতুনভাবে নিজেদের জীবনের যাত্রা শুরু করলেন। এই কুচকাওয়াজ তাদের জন্য স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728