রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ!
![]() |
রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ |
চারঘাট -বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পারিবারিক বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে একদল উত্তেজিত জনতা বাড়ির গেটে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। পরে তারা বাসভবনে আগুন ধরিয়ে দেয়, যা দ্রুত চারতলা ভবনজুড়ে ছড়িয়ে পড়ে।
জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৪০০ থেকে ৪৫০ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে জড়ো হয়। তারা প্রথমে গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং একে একে সব কক্ষ ভাঙচুর করে। পরে দুপুর ১২টার দিকে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে, ফলে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ততক্ষণে ভবনের অধিকাংশ অংশ আগুনে পুড়ে যায়। প্রায় দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, “আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, নাহলে আশপাশের আরও বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারত।”
বাঘা থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “সারাদেশের বিভিন্ন স্থানে যেভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, এখানেও ঠিক একইভাবে বিক্ষুব্ধ জনতা এসে বাড়িতে হামলা চালিয়ে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
এই ঘটনায় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, “যারা সারাদেশে এমন অরাজকতা করছে, তারাই আমাদের বাড়িতেও এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।”
No comments