Header Ads

  • সর্বশেষ খবর

    মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ ৪ জন আটক , বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

     

    মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ ৪ জন আটক ,  বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার 

    জসিম উদ্দিন, মোংলা,

    সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার  ধারাবাহিকতায় বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ ৪ জনে আটক করেছে যৌথবাহিনী। এসময় উদ্ধার করা হয় বিদেশী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। 


     গোপন সংবাদের ভিত্তিতে গেল রাত ১টা হতে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। 


    আটককৃতরা হলেন, মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: সফিকুর রহমান(৭২), বিধান চন্দ্র(৬৬), সাবেক ইউপি সদস্য মো: জাহাঙ্গীর  হেসেন(৪৩) ও মো: ডালিম(৫২)।  এসময় ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। 

    কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্ম কর্মকর্তা লে : কমান্ডার অনিক মাহমুদ  মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, 

    অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728