Header Ads

  • সর্বশেষ খবর

    অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক ইসরাইল সরকারের মৃত্যুতে চারঘাটে শোকের ছায়া

     

    অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক ইসরাইল সরকারের মৃত্যুতে চারঘাটে শোকের ছায়া


    নিজস্ব প্রতিবেদক, (চারঘাট) রাজশাহী: চারঘাট উপজেলার প্রখ্যাত সাংবাদিক, অবসরপ্রাপ্ত শিক্ষক, সেনা সদস্য, লেখক এবং চারঘাট থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার চারঘাট উপজেলা সভাপতি ইসরাইল সরকার আজ বিকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চারঘাটের সাংবাদিক, শিক্ষা ও সংস্কৃতি মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


    প্রয়াত সাংবাদিক ও শিক্ষকের জন্ম চারঘাট উপজেলার এক শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে। ছাত্রজীবন থেকেই তিনি জ্ঞানচর্চায় মনোযোগী ছিলেন এবং উচ্চশিক্ষা লাভের পর


    সেনাবাহিনীতে যোগ দেন, পরে অবসরের পর শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। দীর্ঘকাল শিক্ষকতা করার পর তিনি  এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে সাংবাদিকতা ও লেখালেখিতে মনোনিবেশ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।


    সাংবাদিকতায় ইসরাইল সরকারের ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ছিলেন আপোষহীন। তাঁর প্রতিবেদনে সবসময় সত্য ও ন্যায়ের প্রতিফলন ঘটতো। চারঘাট থানা প্রেসক্লাবের সহ-সভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্থার চারঘাট উপজেলা সভাপতি হিসেবে তিনি সাংবাদিকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর নেতৃত্বে চারঘাটের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য অবিরাম সংগ্রাম করেছেন।


    শুধু সাংবাদিকতা নয়, ইসরাইল সরকার সমাজসেবার ক্ষেত্রেও ছিলেন অগ্রগামী। বিভিন্ন দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং শিক্ষা উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ছাত্রদের জন্য শিক্ষা সহায়তা, গরীব শিক্ষার্থীদের বই ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, এবং স্থানীয় স্কুল-কলেজের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।


    তাঁর মৃত্যুতে চারঘাটের গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। চারঘাট থানা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন, “তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন আমাদের অভিভাবকতুল্য। তাঁর মতো নীতিবান ও সাহসী সাংবাদিকের অভাব পূরণ করা কঠিন।”


    স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও তাঁর সহকর্মীরা বলেন, “তিনি শুধু একজন সাংবাদিক নন, বরং সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলেন। তাঁর সান্নিধ্যে থেকে আমরা অনেক কিছু শিখেছি। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে।”


    ইসরাইল সরকারের জানাজা আজ রাত ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজায় উপস্থিত থাকার জন্য তাঁর পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তাঁর রূহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে।#


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728