Header Ads

  • সর্বশেষ খবর

    গাজায় গণহত্যার প্রতিবাদে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল

     

    গাজায় গণহত্যার প্রতিবাদে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল


    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    গাজায় ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজশাহীর চারঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারঘাট উপজেলা শাখা। সোমবার বিকেল ৫টায় মডেল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মন্ত্রীরোড, বাজার চৌরাস্তাসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদের উত্তর গেইটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



    বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী।



    বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মঈনুল শেখ, রাজশাহী-৬ আসনের মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রুবেল আলী, সহকারী সেক্রেটারি সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম এবং চারঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নাহিদ হাসান শুভ।



    বক্তারা বলেন, যুদ্ধবিরতির নামে মিথ্যাচার করে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত ১৮ মার্চের হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ, যেখানে একদিনেই নারী-শিশুসহ চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরব ভূমিকারও সমালোচনা করেন।



    সমাবেশ থেকে বক্তারা ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনের আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তারা বলেন, “এই বর্বরতার বিরুদ্ধে শুধু কথার প্রতিবাদ নয়, কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।”



    বিক্ষোভ কর্মসূচিতে চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, স্থানীয় তাওহীদি জনতা ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হলেও অংশগ্রহণকারীদের মধ্যে ছিল তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728